সাতক্ষীরায় স্বর্ণের ২৫ পিস নেকলেসসহ আটক ১
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০১ ২১:১২:১১
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সাতক্ষীরার কলারোয়া সীমান্তে স্বর্ণের ২৫ পিস নেকলেসসহ হুমায়ূন কবীর (৪০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে ।
শুক্রবার রাতে উপজেলার কাকডাংগা বিওপি সংলগ্ন বটতলায় অস্থায়ী চেক পোস্ট বসিয়ে তল্লাশিকালে তাকে আটক করা হয়।
হুমায়ূন কবীর কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আব্দুল গফুরের ছেলে।
আজ শনিবার (১ জানুয়ারি) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, শুক্রবার রাতে কাকডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আ ফ ম ওসমানীর নেতৃত্বে একটি টহলদল কাকডাংগা বিওপি সংলগ্ন বটতলায় অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ভারত থেকে আনাস সময় স্বর্ণের ২৫ পিস নেকলেস ও একটি মোটর সাইকেলসহ মো. হুমায়ূন কবীরকে আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২৪ লাখ ৮২ হাজার ১২৫ টাকা।
আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ কেরা হয়েছে।
সানবিডি/এনজে