চাঁদপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাংচুর

উপজেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০১-০১ ২১:৪১:৪৩


চাঁদপুরের হাইমচর আলগী উত্তর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাকসুদ আলম খান এর ঘোড়া মার্কা নির্বাচনী প্রচারণার সকল ক্যাম্প ভাংচুর ও পোষ্টার ব্যানার ছিড়ে ফেলেছে নৌকার প্রার্থী আতিক পাটওয়ারীর নেতৃত্বে নৌকার কর্মী সমর্থকরা।

স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন শনিবার বেলা ১১টার পর থেকে নৌকার প্রার্থী আতিক পাটওয়ারী, তার ভাই আশিক পাটওয়ারী, চাচা আজিজ পাটওয়ারী, নজরুল এর নেতৃত্বে ২০/৩০টি মটর সাইকেলের বহর নিয়ে দেশীয় অস্ত্র সহ ডেলের বাজার, নয়ানী মোড়, বাংলা বাজার, ভিঙ্গুলিয়া, গাজীর বাজারসহ ভিবিন্ন স্থানের নির্বাচনী প্রচারনা ক্যাম্প /অফিসে চেয়ার, সাউন্ড বক্স, ভাংচুর, ব্যানার পোষ্টার ছিড়ে ফেলা হয়। হামলার ঘটনার স্বচক্ষে দেখতে পান এই ইউনিয়ন আরেক স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান বেগ।

আতিক পাটওয়ারী কর্তৃক হামলা ভাংচুর বিষয়ে মাকসুদ আলম খান অভিযোগ করে বলেন, জনবিচ্ছিন্ন প্রার্থী আতিক পাটওয়ারী ভোটার, কর্মী সমর্থকদের মাঝে ভীতি ও আতংক ছড়িয়ে ভোট লুট করার জন্য অস্ত্র নিয়ে মহরা দিচ্ছে। এই সন্ত্রাসী প্রার্থী ও তার সন্ত্রাসী বাহীনিকে আইনের আওতায় নিয়ে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে প্রশাসনের কাছে তিনি জোর দাবী জানিয়েছেন।

ভাংচুর অফিস দেখতে গিয়ে মাকসুদ আলম খান বলেন, আমি দীর্ঘ ১৮ বছর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। জনগনের দাবি কারণে ইউপি নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হয়েছে। আমার প্রতি জনসমর্থন দেখে নৌকা প্রার্থী হামলা করেছে। এই জনবিছিন্ন প্রার্থী ইতিমধ্যে আমাকে হত্যার হুমকি দিয়েছে। আমি প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন ও প্রশাসন সহ সবার কাছে দাবি একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন চাই

অফিস ভাংচুর, ব্যানার ও পোষ্টার ছিড়ে ফেলা বিষয়ে রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, হাইমচর থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী লিখিত অভিযোগের প্রেক্ষিতে হাইমচর উপজেলা রিটার্নিং অফিসার হামলাকারী প্রার্থীর কাছে লিখিত বক্তব্য চেয়েছি এবং পত্রের মাধ্যমে তদন্ত পূর্বক এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নিবাহী ম্যাজিস্ট্রেট ও অফিসার ইনচার্জ হাইমচর কাজ করছে।

এএ