যন্ত্রাংশ প্রতিস্থাপনে বিনিয়োগ করবে কেডিএস এক্সেসরিজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০২ ১০:৫৮:৫১
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি কেডিএস এক্সেসরিজের পরিচালনা পর্ষদ মেশিন যন্ত্রাংশ প্রতিস্থাপনের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি চট্টগ্রামে বোর্ড প্লান্টের জন্য মেশিন যন্ত্রাংশ প্রতিষ্ঠানের জন্য ১ কোটি ৬০ লাখ ৯৫ হাজার টাকা বিনিয়োগ করবে। যা দক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে।
আরো ছয়টি টানিং মেশিন, দুইটি সেন্ট্রিফিউগাল কাস্টিং মেশিন, চারটি ওয়াটার পলিশিং মেশিনের সাথে বাটন ইউনিটের স্ট্যান্ডার্ড খুচরা যন্ত্রাংশ স্থাপনের জন্য ২ কোটি ১০ লাখ ৪৭ হাজার টাকা বিনিয়োগ করবে। এছাড়াও কোম্পানিটি সামগ্রিক দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য ইলাস্টিক এবং ন্যারো ফেব্রিক্স ইউনিটের জন্র ২০ সেট ব্রেডিং মেশিন যোগ করবে। যাতে কোম্পানিটির আরো ৬৮ লাখ টাকা ব্যয় হবে।
কোম্পানিটির এই প্রতিস্থাপন ও সংযোজনের ফলে সামগ্রিক উৎপাদন প্রায় ০.৯০ মিলিয়ন পিস, কার্টন ০.১৩ মিলিয়ন জিজি বাটন এবং ৯.৬০ মিলিয়ন ইয়ার্ড ড্র কর্ড ও ড্রস্ট্রিং বাড়বে। এতে করে কোম্পানিটির প্রতি বছর ১০০ মিলিয়ন টাকা টাকা অতিরিক্ত আয় হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস