ফের কার্যকর হলো পেঁয়াজের বর্ধিত আমদানি শুল্ক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০২ ১৪:২০:০৩
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) বন্ধের পরও পেঁয়াজ আমদানি অব্যাহত আছে। এবার আইপি বন্ধের সঙ্গে নতুন করে পেঁয়াজের আমদানি শুল্ক বাড়িয়েছে সরকার। নতুন এ আমদানি শুল্ক শনিবার থেকেই কার্যকর করা হয়েছে হিলি কাস্টমসে।
এ বিষয়ে হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মাহবুব আলম বলেন, দেশীয় কৃষকের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিতে পেঁয়াজের আমদানি শুল্ক ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু হঠাৎ করে দেশে পেঁয়াজের দাম বাড়ায় কিছুদিন পরই আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করে দিয়েছিল সরকার। সে অনুযায়ী ৫ শতাংশ শুল্ক পরিশোধ করেই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত ছিল। এবার আবারো আমদানি শুল্ক ৫ থেকে বেড়ে ১০ শতাংশ নির্ধারিত হয়েছে। গতকাল থেকেই এ শুল্ক কার্যকর হয়েছে।
সানবিডি/এনজে