দর পতনের শীর্ষে সোনালী পেপার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০২ ১৬:০৯:৫৬


বছরের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৮২৪ বারে ২ লাখ ৭৮ হাজার ৮৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৫ কোটি ৪৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এটলাস বাংলাদেশের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯০ বারে ১২ হাজার ৩১৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৯৯ বারে ১৪ লাখ ৩৪ হাজার ৩৯২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ কোটি  ৯০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- মনোস্পুল পেপারের ৩.৫৭ শতাংশ, রিলায়েন্স মিউচ্যুয়াল ফান্ডের ৩.৪৪ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ৩.৩২ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৩.১৬ শতাংশ, বাটা সু’র ২.৭৯ শতাংশ, ব্যাংক এশিয়ার ২.২৯ শতাংশ এবং ন্যাশনাল টিউবসের শেয়ার দর ২.০১ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস