ব্লক মার্কেটে লেনদেন ৬১ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০২ ১৬:১৯:২৭


বছরের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে  ১৯টি কোম্পানির ৬১ কোটি টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৬৪ লাখ ১২ হাজার ১৬৬টি শেয়ার ৫৭ বার হাত বদলের মাধ্যমে ৬০ কোটি ৯৫ লাখ ৮৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩০ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজের। দ্বিতীয় সর্বোচ্চ ২২ কোটি ৮৩ লাখ ৩৮ হাজার টাকার এশিয়া ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের।

এছাড়া ব্লক মার্কেটে, পেনিনসুলার ১ কোটি ২৬ লক্ষ ৪২ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ৮২ লক্ষ ৪৩ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ৪৬ লক্ষ ৮০ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৪০ লক্ষ ৪০ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩৫ লক্ষ ৯৭ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৩৩ লক্ষ ৪৫ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ২৮ লক্ষ ৬৫ হাজার টাকার, ওয়ান ব্যাংক লিমিটেডের ২৮ লক্ষ ১২ হাজার টাকার, ই-জেনারেশনের ২৪ লক্ষ ৫০ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ১৯ লক্ষ ৮৮ হাজার টাকার, এএমসিএল-প্রাণের ১৫ লক্ষ ৪১ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৫ লক্ষ ৩৯ হাজার টাকার, পদ্মা লাইফের ১৫ লক্ষ ৯ হাজার টাকার, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১৪ লক্ষ ৯১ হাজার টাকার, আরডি ফুডের ৯ লক্ষ ১ হাজার টাকার, একমি পেস্টিসাইডের ৭ লক্ষ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস