দুর্নীতির ব্যাপারে কোনো কমপ্রোমাইজ করব না

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০২ ১৬:২৬:৩৬


নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিচার বিভাগের দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন। বিচার বিভাগ সংশ্লিষ্টদের সতর্ক করে তিনি বলেছেন, ‘দুর্নীতির ব্যাপারে আমি কোনো কমপ্রোমাইজ করব না। কোনো রকম দুর্নীতি হলে আমি সঙ্গে সঙ্গে স্টাফ, অফিসার যে-ই হোক না কেন সাসপেন্ড করব।’

আজ রবিবার প্রথম কর্মদিবসে বিচারকাজ শুরুর আগে সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান বিচারপতি। সর্বোচ্চ আদালতের ১ নম্বর বিচার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। প্রধান বিচারপতি বলেন, ‘বিচারকার্যক্রমের সংশ্লিষ্ট সকলকে আমার এই অভিপ্রায় জানাতে চাই যে বিচার বিভাগে কোনো দুষ্টচক্রকে আমরা ন্যূনতম প্রশ্রয় দেব না। দুর্নীতি একটি ক্যান্সার। কোনো আঙুলে যদি ক্যান্সার হয় তার সর্বোত্তম পন্থা হচ্ছে আঙুলটি কেটে ফেলা।’

এ সময় বিচার বিভাগ নিয়ে গঠনমূলক আলোচনা-সমালোচনাকে স্বাগত জানিয়ে হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘সাধারণ মানুষের ন্যায়বিচারপ্রাপ্তির অধিকার কোনো অশুভ শক্তি বা গোষ্ঠীর কারণে ক্ষতিগ্রস্ত হোক তা কখনোই মেনে নেওয়া যায় না।’

তিনি বলেন, ‘রাষ্ট্রের তিনটি অঙ্গের একটি অঙ্গ যদি দুর্বল, সমস্যাগ্রস্ত হয় তাহলে শক্তিশালী রাষ্ট্র হতে পারবে না। সে কারণে আমি বিশ্বাস করি, রাষ্ট্রের অপর দুটি বিভাগ তাদের নিজ নিজ অবস্থান থেকে বিচার বিভাগের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে। রাষ্ট্রের সব বিভাগ এবং ব্যক্তিকে বারবার স্মরণ করতে হবে- ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক শক্তি পরাজিত হবে।’

সানবিডি/এনজে