ইসরাইলি উপকূলে আঘাত হানল ফিলিস্তিনি রকেট

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০২ ১৭:৫৯:০৬


ফিলিস্তিনের গাজা থেকে ভূমধ্যসাগরের দিকে ছোড়া দুটি রকেট ইসরাইলের তেলআবিবের সমুদ্রতীরের কাছে বিস্ফোরণ হয়েছে।

এ বিষয়ে ইহুদিবাদী দেশটির সেনাবাহিনী জানিয়েছে, শনিবার ফিলিস্তিনের গাজা থেকে এ হামলা চালানো হয়েছে। খবর রয়টার্সের।

তবে বিস্ফোরণে কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে ইসরাইলি পুলিশ জানিয়েছে।

এখন পর্যন্ত গাজার কোনো গোষ্ঠীই রকেট ছোড়ার দায় স্বীকার করেনি। গত বছরের মে মাসে ১১ দিনের যুদ্ধের পর থেকে ইসরাইল-গাজা সীমান্ত তুলনামূলক শান্ত আছে।

বুধবার গাজা থেকে ছোড়া গুলিতে ইসরাইলের এক বেসামরিক লোক আহত হওয়ায় পাল্টা জবাবে ইসরাইলি সেনাবাহিনীও ট্যাংক থেকে গোলাবর্ষণ করে, তাতে তিন ফিলিস্তিনি আহত হন।

সানবিডি/এনজে