ডিসেম্বরে রেকর্ড ৪৯১ কোটি ডলারের পণ্য রপ্তানি
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০১-০২ ১৮:৫৯:০৯
অতীতের সব রেকর্ড ছাপিয়ে সদ্যসমাপ্ত ডিসেম্বরে রেকর্ড ৪৯১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। কোনো একক মাসে দেশের ইতিহাসে এটাই সর্বোচ্চ রপ্তানি।
২০২০ সালের ডিসেম্বরের তুলনায় এই আয় ৪৮ শতাংশ বেশি। বছরের শেষ চার মাসে এ হারেই রপ্তানি বেড়েছে।
রোববার (১ জানুয়ারি) প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, গেল ডিসেম্বরে লক্ষ্যমাত্রার তুলনায় রপ্তানি বেশি হয়েছে ২৫ শতাংশেরও বেশি। আগের বছরের ডিসেম্বরের তুলনায় এ আয় ১৬০ কোটি ডলার বেশি। আগের ডিসেম্বরে রপ্তানির পরিমাণ ছিল ৩৩১ কোটি ডলার।
সামগ্রিকভাবে চলতি ২০২১–২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) ২ হাজার ৪৭০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ আয় এ সময়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৬ শতাংশ বেশি।
গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি। গত অর্থ বছরের এই সময়ে রপ্তানি হয়েছে এক হাজার ৯২৩ কোটি ডলার। অর্থাৎ ছয় মাসের ব্যবধানে ৫৪৭ কোটি ডলার রপ্তানি বেশি হয়েছে ।
এএ