করোনাভাইরাসে আক্রান্ত মেসি
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০২ ১৯:৩৭:৪৩
করোনাভাইরাসের তৃতীয় ঢেউ ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। এবার এ ভাইরাসে আক্রান্ত হলেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসিও। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব পিএসজি।
ফ্রান্সের স্বাস্থ্য সংক্রান্ত প্রটোকল মেনে বর্তমানে বাধ্যতামূলক আইসোলেশনে আছেন মেসি।
আগামীকাল সোমবার রাতে ফরাসি কাপের শেষ ষোলোর ম্যাচে ভেনেসের বিপক্ষে মাঠে নামছে পিএসজি। কোভিড পজিটিভ হওয়ায় স্বাভাবিকভাবেই এ ম্যাচে থাকছেন না মেসি।
রোববার দলের মেডিক্যাল আপডেট জানায় পিএসজি। সেখানেই তারা জানায় মূল দলের চার খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মেসি ছাড়াও আক্রান্তের তালিকায় আছেন হুয়ান বেরনাত, সের্জিও রিকো ও নাথান বিতুমাজালা।
মেসিসহ দলের মূল চার জন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তার ছাপ পড়েছে কোচ মাউরিসিও পচেত্তিনোর কপালে। কারণ ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন দলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়রও। শীর্ষ খেলোয়াড়দের ছাড়াই ফরাসি কাপে নামতে হচ্ছে দলটিকে।
চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন মেসি। ক্লাবে যোগ দিয়েই ইনজুরিতে পড়েছিলেন। পরে সুস্থ হয়ে ফিরলেও নিজের স্বাভাবিক ছন্দ খুঁজে পাননি এখনও। চ্যাম্পিয়ন্স লিগে গোল পেলেও লিগ ওয়ানে সে অর্থে গোল মিলেনি। মাত্র একবার দেখা পেয়েছেন জালের।
এএ