সিএসইর শরিয়াহ সূচক সমন্বয়

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৩ ১১:৪২:০০


চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনা করে শরিয়াহ সূচক সমন্বয় করেছে। এতে সিএসই শরিয়াহ সূচকে যুক্ত হয়েছে নতুন একটি কোম্পানি। আর ওই সূচক থেকে বাদ পড়েছে আগের চার কেম্পানি।

সোমবার (৩ জানুয়ারি) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমন্বয়ের পর সিএসইর শরিয়াহ সূচকে মোট কোম্পানি সংখ্যা দাঁড়িয়েছে ১৩১টি। আগামী ১৩ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।সিএসই শরিয়াহ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানি হলো- ইনডক্সে এগ্রো ইন্ডাস্ট্রজি। আর সূচক থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো- আমান কটন ফাইবরাস, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, লিবরা ইনফিউশনস ও মিথুন নিটিং অ্যান্ড ডাইং।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস