দর পতনের শীর্ষে সোনালী পেপার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৩ ১৬:১৪:১৭


বছরের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩৫৭ বারে ১ লাখ ২ হাজার ২৯০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৫৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এটলাস বাংলাদেশের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৮৪ বারে ২২ হাজার ২৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৪ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা লিব্রা ইনফিউশনের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৪০ বারে ১৮ হাজার ৫১১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এএমসিএলের (প্রাণ) ৪.২৬ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৩.৮৪ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৩.৭৫ শতাংশ, বিচ হ্যাচারির ৩.৭২ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৩.৪৯ শতাংশ, জেনেক্সের ৩.৩৯ শতাংশ এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৩৬ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস