মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিবের যোগদান

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-০৩ ১৯:৪৭:২৬


ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার গতকাল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন। সোমবার (৩ জানুয়ারি) মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা মন্ত্রণালয়ের কক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব পদে দায়িত্ব পালন করেন। গত ২০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে সচিব পদে এ মন্ত্রণালয়ে পদায়ন করে।

এএ