নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২২-০১-০৩ ২১:৩৮:০৪


সমন্বিত ভর্তি পরীক্ষার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের (www.jkkniu.edu.bd) ওয়েবসাইটে জিএসটি এডমিশন রোল এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ফলাফল দেখা যাবে।

সোমবার (৩ জানুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।

এসময় উপাচার্য বলেন, ‘ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য ওয়েবসাইটের নোটিশ বোর্ডে পাওয়া যাবে। আগামী ৫ ও ৬ জানুয়ারি থেকে সব ইউনিটে সাক্ষাৎকার কার্যক্রম চলবে। তবে চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষা ৬ জানুয়ারি সকাল ১১টায় এবং সংগীত ও থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের ব্যবহারিক পরীক্ষা ৫ ও ৬ জানুয়ারি সংশ্লিষ্ট বিভাগগুলোতে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌস, সহযোগী অধ্যাপক ড. মো. সেলিম আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মোট আবেদন করেছে ২৮ হাজার ৯০৭ জন শিক্ষার্থী। এরমধ্যে কলা অনুষদে (ভাষা ও সাহিত্য) ১৮০ আসনের বিপরীতে আবেদন পড়েছে পাঁচ হাজার ৬২৫, কলা অনুষদে (পারফর্মিং আর্ট) ৮০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩০৯, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদে ১৬০ আসনের বিপরীতে আবেদন পড়েছে দুই হাজার ৪৪৩, ব্যবসায় প্রশাসন অনুষদে ২৩০ আসনের বিপরীতে আবেদন পড়েছে আট হাজার ৮০৮, সামাজিক বিজ্ঞান অনুষদে ৩৫০ আসনের বিপরীতে আবেদন পড়েছে নয় হাজার ৪৬৭, আইন অনুষদে ৫০ আসনের বিপরীতে আবেদন পড়েছে এক হাজার ৯৫৮ ও চারুকলা অনুষদে ৪০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৯৭টি।

এএ