ক্যারিয়ারে প্রথমবার ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করলেন মিঠুন

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৪ ১৫:১২:৫১


দীর্ঘদিন থেকে জাতীয় দলের বাইরে মোহাম্মদ মিঠুন। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত তিনি। জাতীয় দলে পারফরম্যান্সের প্রমাণ রাখতে ব্যর্থ হলেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন ডান হাতি এই ব্যাটার।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ও ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পান তিনি। বিসিবি সাউথ জোনের বিপক্ষে ২৮৭ বলে ২৭ চার ও তিনটি ছক্কায় এই মাইলফলক স্পর্শ করেন মিঠুন। দিন শুরু করেছিলেন ১০২ রানে অপরাজিত থেকে। এর আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে মিঠুনের সর্বোচ্চ ছিল ১৮৬। চলতি বিসিএলের প্রথম ম্যাচেই ১৭৬ রান করেছিলেন।

তার ডাবলে ভর করে ওয়ালটন বিসিবি সাউথ জোনের লিড টপকে যাওয়ার পথে রয়েছে। ৩৮৭ রানের জবাবে খেলতে নেমে ওয়ালটনের সংগ্রহ ৫ উইকেটে ৩৬৫। বিসিবি সাউথের রান স্পর্শ করতে প্রয়োজন আর মাত্র ২২ রান।

সানবিডি/ এন/আই