দর পতনের শীর্ষে আইসিবি এএমসিএল তৃতীয় ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৪ ১৫:৫১:২৫
বছরের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪০ শতাংশ কমেছে। ফান্ডটি ২৩২ বারে ১৩ লাখ ৩০ হাজার ১১২ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৯৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শেফার্ডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৫৫ বারে ২লাখ ৭৬ হাজার ২৫৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭৮ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ানের ইউনিট দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৩৩ শতাংশ কমেছে। ফান্ডটি ৩২ বারে ৬৩ হাজার ২৪২ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সোনারগাঁও টেক্সটাইলের ৩.২৭ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৩.০৪ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৩ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ২.৯২ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ২.৮৩ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ২.৭৯ শতাংশ এবং বেক্সিমকোর শেয়ার দর ২.৭৪ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস