কানাডিয়ান ৬ পরিবারকে ৭২৪ কোটি টাকা দেওয়ার নির্দেশ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৪ ১৯:১৫:২৩


ইরানের সেনাবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত ইউক্রেন ইন্টারন্যাশনালের ফ্লাইটে থাকা ৬ কানাডিয়ান নাগরিকের পরিবারকে মোট ১০৭ মিলিয়ন কানাডিয়ান ডলার বা ৮৪ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

এই ক্ষতিপূরণের অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২৪ কোটি টাকার সমান।

আজ মঙ্গলবার আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্টোরিয় সুপ্রিম কোর্টের বিচারপতি এওয়ার্ড বেলোবাবা এই রায় দিয়েছেন।

সোমবার ভুক্তভোগীদের আইনজীবী মার্ক আর্নল্ড জানিয়েছেন, ক্ষতিপূরণের বিষয়ে আদালতের রায় কার্যকরে কানাডা এবং কানাডার বাইরে ইরানি সম্পদের খোঁজ নিতেও বলেছেন আদালত।

২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস বাহিনীর কমান্ডার কাসেম সোলাইমানি।

সোলাইমানিকে হত্যার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে ২০২০ সালের ৮ জানুয়ারি ইরানের ভুল করে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের যাত্রীবাহী একটি উড়োজাহাজ ভূপাতিত হয়। এতে উড়োজাহাজটির ১৭৬ আরোহীর সবাই নিহত হন। যাত্রীদের মধ্যে ৫৫ জন কানাডার নাগরিক ও ৩০ জন স্থায়ী বাসিন্দা ছিলেন।

২০২০ সালের শেষে দিকে ইরান সরকার ভুক্তভোগী প্রতিটি পরিবারকে দেড় লাখ ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

সানবিডি/এনজে