বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি মহি
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-০৪ ১৯:১৭:৩৪
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহি।
বাংলাদেশ জাতীয় সমবায় ইউনিয়নের ব্যাবস্থাপনা কমিটির নির্বাচনের মাধ্যমে এ পদে নির্বাচিত হয়েছেন তিনি। মঙ্গলবার (৪ জানুয়ারি) মতিঝিলে সমবায় ব্যাংক ভবনের ৮ম তলায় জাতীয় সমবায় ইউনিয়ন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মহিউদ্দিন আহমেদ মহি ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক, যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েসনের সদস্যও।
এএ