রোহিঙ্গাদের নবম দল ভাসানচরে যাচ্ছে কাল

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০১-০৪ ১৯:৪২:২৫


মিয়ানমার থেকে বাস্ত্তচ্যুত হয়ে আশ্রিত রোহিঙ্গাদের একটি দল নতুন বছরের শুরুতে নবম দফায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছেন।আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্পের শরণার্থী শিবিরগুলো থেকে যাচ্ছেন তারা।

রোহিঙ্গাদের উখিয়া ডিগ্রি কলেজ ট্রানজিট পয়েন্টে নিয়ে আসার জন্য ইতিমধ্যে মিনিবাস ও কার্গো, ট্রাক ভাড়া করা হয়েছে। জাতিসংঘ ভাসানচর পরিদর্শন করে একমত পোষণ করায় ফের ভাসানচর যাচ্ছে রোহিঙ্গারা। এর আগে ৮ম দফায় স্বেচ্ছায় রাজি হওয়া মোট ১৯ হাজারের বেশি রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, ৯ম দফায় রোহিঙ্গাদের একটি দল ৫ জানুয়ারি উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশে রওনা হবে। তবে কতজন রোহিঙ্গা ভাসানচরে যাচ্ছে ক্যাম্প ইনচার্জ জানাতে পারেনি।

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নেতা হাফেজ জালাল আহমদ জানান, উখিয়ার বালুখালী ময়নারঘোনা, তাজনিমারখোলা, মধুরছড়া, লম্বাশিয়া, শফিউল্লাহকাটা, ইরানীপাহাড়সহ বেশ কয়েকটি ক্যাম্প থেকে রোহিঙ্গারা খুশি মনে ভাসানচরে যাওয়ার জন্য আগ্রহ সৃষ্টি করায় প্রশাসন রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাচ্ছে। তাদেরকে জোর করে নয় স্ব-ইচ্ছায় রোহিঙ্গারা ভাসানচরে যাচ্ছে। করোনা মহামারিতে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা হস্তান্তর বন্ধ থাকার পর ১৭ ডিসেম্বর পুনরায় স্ব-ইচ্ছায় ৮ম দফায় ভাসাচরে গেছে ৫৫২জন রোহিঙ্গা।

সানবিডি/এনজে