সেনাবাহিনীতে নারীদের নিয়োগ দিবে তালেবান

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৪ ২০:৫৮:০৬


আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার দেশটির সাবেক সরকারের আমলে সেনাবাহিনীতে কর্মরত নারীদের নিয়ে মুখ খুলেছে। জানিয়েছে সেনাবাহিনীর নারী সদস্যদের নিয়ে তাদের পরিকল্পনার কথা। আফগানিস্তানের স্থানীয় খামা নিউজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ বিষয়ে তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সেনাবাহিনীর নারী সদস্যদের ব্যাপারে বলেন, প্রয়োজন হলে নারীদের ফের সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া সাবেক আফগান সেনাবাহিনীর বিশেষজ্ঞদেরও পরবর্তীতে সেনাবাহিনীতে ঠাঁই দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

অবশ্য এর আগে তালেবানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল তারা এক লাখ সদস্যের বাহিনী গঠনের জন্য কাজ করে যাচ্ছে।

গত বছরের ১৫ আগস্ট তালেবান দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটির বিভিন্ন ক্ষেত্রে কর্মরত নারীদের কর্মজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। সাবেক সরকারের আমলে যেসব নারী সদস্য আফগান সেনাবাহিনীতে  কাজ করতেন তাদের ভবিষ্যতে পড়েছে অনিশ্চয়তায়।

সানবিডি/এনজে