বাড়তির দিকে অ্যালুমিনিয়াম ও দস্তার বাজার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৫ ১৪:০০:৩৫


বৈশ্বিক বাজারে বাড়তির দিকে অ্যালুমিনিয়াম ও দস্তার বাজার।সরবরাহ সংকটের উদ্বেগে মঙ্গলবার ধাতব পণ্য দুটির দাম বেড়েছে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ব্যয় বাড়তির দিকে থাকায় বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। খবর নাসডাক ও রয়টার্স।

বুধবার লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) আন্তর্জাতিক বাজার আদর্শ অ্যালুমিনিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি টনের দাম স্থির হয়েছে ২ হাজার ৮৩৯ ডলার। অন্যদিকে দস্তার দাম দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৫৩ ডলারে উন্নীত হয়েছে।

ধাতব পণ্যসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিদ্যুৎ ঘাটতিজনিত এ সমস্যা সহসাই কাটছে না। ফলে অব্যাহতভাবে কমছে পণ্য দুটির মজুদ।

সানবিডি/এনজে