দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৫ ১৫:৫৭:১৭


বছরের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৬২০ বারে ৭৫ লাখ ৯৮ হাজার ৮৮৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭০ কোটি ৮৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা রবির দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮০৮ বারে ৩১ লাখ ৮৭ হাজার ৬৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ১৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮১৩ বারে ১৯ লাখ ৪৫ হাজার ৪৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৯২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি থাইয়ের ৯.৯০ শতাংশ, লাভেলোর ৯.৮৮ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৯.৭০ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৯.৫৫ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৯.০৯ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৮.৫৬ শতাংশ এবং বিবিএসের শেয়ার দর ৭.৯০ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস