এ বছর ৭ জন পাচ্ছেন বাদশাহ ফয়সাল পুরস্কার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৬ ১৬:৩৪:৫০
ইসলামের সেবায় অনন্য ভূমিকা রাখায় ২০২২ সালে বাদশাহ ফয়সাল পুরস্কারের জন্য দুজন ইসলামী ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন। তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট আলি হাসান মুওয়াইনি ও মিসরীয় শিক্ষাবিদ অধ্যাপক হাসান মাহমুদ আল শাফেয়িকে এ বছর মুসলিম বিশ্বের মর্যাদাপূর্ণ এ পুরস্কার দেওয়া হবে।
বুধবার রিয়াদের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে চার বিভাগে কিং ফয়সাল প্রাইজ প্রাপ্ত বিশ্বের খ্যাতিমান সাতজনের নাম ঘোষণা দেওয়া হয়। বছরের শেষ দিকে এক জমকালো অনুষ্ঠানে নির্বাচিতদের মধ্যে এ পুরস্কার দেওয়া হবে।
৯৬ বছর বয়সী আলি হাসান মুওয়াইনি ১৯৮৫-১৯৯৫ সাল পর্যন্ত তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আর হাসান মাহমুদ আল শাফেয়ি কায়রো বিশ্ববিদ্যালয়ের ইসলামী দর্শন বিভাগের অধ্যাপনার পাশাপাশি তিনি পাকিস্তানের ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদের প্রেসিডেন্ট।
আরবি ভাষা ও সাহিত্য বিভাগে যৌথভাবে পুরস্কার দেওয়া হয় যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ধ্রুপদী আরবি কবিতার বিশেষজ্ঞ অধ্যাপক সুজান স্টেটকেভিচ এবং কলাম্বিয়া ইউনিভার্সিটির আরবি সাহিত্য ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সাহিত্য সমালোচক মুহসিন আল মুসাভিকে।
চিকিৎসা বিভাগে পুরস্কার পেয়েছেন হার্ভার্ড ইউনিভার্সিটি ও এমআইটির রসায়ন ও রাসায়নিক জীববিজ্ঞানের অধ্যাপক ডেভিড রুচিয়েন লিউকে মেডিসিন বিভাগে সম্মানিত করা হয়েছে। বিজ্ঞান বিভাগে যৌথভাবে পুরষ্কার পেয়েছেন, ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গণিত বিভাগের অধ্যাপক অস্ট্রিয়ান-ব্রিটিশ গণিতবিদ অধ্যাপক মার্টিন হেয়ারার এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের কোরান্ট ইনস্টিটিউট অফ ম্যাথমেটিকাল সায়েন্সেসের শিক্ষক তিউনিসিয়ান গণিতবিদ অধ্যাপক নাদের মাসমুদি।
এর আগে গত ২৮ ডিসেম্বর রিয়াদের এক জমকালো অনুষ্ঠানে ২০২১ সালে বিভিন্ন বিভাগে অবদান রাখা বিশ্বের খ্যাতিমান ব্যক্তিদের মধ্যে এ পুরস্কার দেওয়া হয়। পবিত্র কোরআন ও হাদিসের ইংরেজি অনুবাদের সফটওয়্যার ডেভেলপ করে ইসলামের সেবায় অনন্য ভূমিকা রেখে পুরস্কার পেয়েছেন কুয়েতের সাখর সফটওয়্যার কম্পানির স্বত্বাধিকারী প্রযুক্তিবিদ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল শারিখ।
আরবি ভাষা ও সাহিত্যে এ পুরস্কার পেয়েছেন মরক্কোর আবদুল মালিক আল সাদি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মাদ মুখতার মিশবাল। চিকিৎসাক্ষেত্রে যৌথভাবে পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইয়েল স্কুল অব মেডিসিনের স্নায়ু বিশেষজ্ঞ ড. স্টিফেন মার্ক স্ট্রিটম্যাটার ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের স্টিমসেল ইনস্টিটিউটের অধ্যাপক রবিন ফ্রাঙ্কলিন। বিজ্ঞানে যৌথভাবে পুরস্কার পেয়েছেন যুক্তরাজ্যের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়ার পদার্থবিদ অধ্যাপক স্টুয়ার্ট পারকিন।
তাদের প্রত্যেককে পুরস্কার হিসেবে দুই লাখ মার্কিন ডলার (প্রায় ১৭ কোটি দুই লাখ আট হাজার ৬৫৬ টাকা), ২৪ ক্যারেটের স্বর্ণপদক ও আরবি ক্যালিগ্রাফিতে লেখা একটি প্রশংসাপত্র দেওয়া হয়। কিং ফয়সাল পুরস্কার বোর্ডের চেয়ারম্যান মক্কা নগরীর গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল তাদের মধ্যে পুরস্কার প্রদান করেন।
১৯৭৭ সালে কিং ফয়সাল ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। ১৯৭৯ সাল থেকে প্রতিবছর অসামান্য অবদানের জন্য বিশ্বের নির্বাচিত গুণী ব্যক্তিত্বদের সম্মাননায় কিং ফয়সাল পুরস্কার দেওয়া শুরু হয়। জ্ঞান-বিজ্ঞানে অবদান রাখা বিশ্বের নানা প্রান্তের মুসলিমদের সেবার উদ্দেশ্যে এ পুরস্কারের যাত্রা হয়।
প্রথম বছর শুধু ইসলামের সেবা, ইসলাম শিক্ষা ও আরবি সাহিত্য- এই তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। ১৯৮১ সালে চিকিৎসা ও বিজ্ঞানকে পুরস্কারের অন্তর্ভুক্ত করা হয়। আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে অনেক যাচাই-বাছাইয়ের পর বিশেষজ্ঞ কমিটি বিজয়ীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। এখন পর্যন্ত ৪৩টি দেশের সর্বমোট ২৭৫ জন এ সম্মাননা পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ২১ জন নোবেল পুরস্কার পেয়েছেন।
সূত্র : আরব নিউজ