বাংলাদেশ থেকে দেড় হাজার নার্স নেবে কুয়েত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-০৬ ১৯:২১:০০
বাংলাদেশ থেকে প্রায় দেড় হাজার নার্স নেবে কুয়েতের দুটি কোম্পানি। আশা করা হচ্ছে, চলতি বছরের মার্চের দিকে সব আনুষ্ঠানিকতা শেষে দেশটিতে বাংলাদেশি নার্সের কর্মসংস্থান চালু হবে।
বুধবার রাতে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান।
রাষ্ট্রদূত বলেন, প্রথমবারের মতো কুয়েতে বাংলাদেশি নার্স নিয়োগের ব্যবস্থা চলছে। এ নিয়ে আলোচনা চলছে। দুটি কোম্পানি বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় দেড় হাজার নার্স নেবে।
তিনি বলেন, কোম্পানি দুটি ইতোমধ্যে বাংলাদেশে গেছে। প্রাথমিক সিলেকশনও হয়েছে। তারা বিএসসি ও ডিপ্লোমা নার্স নেবে। আশা করছি, মার্চ মাসের দিকে যদি তাদের সিলেকশন সম্পন্ন হয়, হয়তো তারা আসবে।
কুয়েতে নার্সের কর্মসংস্থান শুরু হলে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা বাড়তি সুবিধা পাবেন উল্লেখ করে রাষ্ট্রদূত আশিকুজ্জামান বলেন, যদি নার্স আসা শুরু হয় এটা আমাদের জন্য বিভিন্নভাবে ভালো। প্রথমত, বাংলাদেশিরা হাসপাতালে গেলে ভাষাগত সমস্যায় পড়েন। তারা কথা বলতে পারেন না, সেখানে বাংলাদেশি নার্স থাকলে সুবিধা হবে। আর বড় পরিসরে কুয়েতের বাজারে দক্ষ কর্মী নেই। যদি তারা আসে, আমাদের মান উন্নয়ন হবে, সুনাম হবে।
বাংলাদেশি নার্সের হাত ধরে ভবিষ্যতে কুয়েতে আরও দক্ষ কর্মীর কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
এএ