ফলের ঝুড়ি আয়োজিত বিজয় দিবসের কবিতা প্রতিযোগিতার ফলাফল

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০১-০৬ ২০:৫৭:৪৭


সদ্য এস এস সি পাশ করা নাটোরের সফল অনলাইন উদ্যোক্তা তাহসিন বারি সুহার বিজনেস পেজ ফলের ঝুড়ি কর্তৃক ডিসেম্বর মাসব্যাপী মহান বিজয় দিবস উপলক্ষে কবিতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন রাসেল মিয়া, দ্বিতীয় স্থান অধিকার করেছেন নূরে মীম এবং তৃতীয় স্থান অধিকার করেছেন ক্রিকেটার মহসিন। তাদের কবিতাগুলো নিচে দেওয়া হল।

স্বাধীনতা তুমি

রাসেল মিয়া

স্বাধীনতা তুমি লাখো শহীদের আত্মত্যাগ

স্বাধীনতা তুমি পূব গগণের ভোরের অনুরাগ।।

স্বাধীনতা তুমি ভাইয়ের রক্তে রাঙ্গা

পলাশ ফুলের ঢালি,

স্বাধীনতা তুমি শহীদের কলমের কালি।।

স্বাধীনতা তুমি কৃষাণ বধুঁর কাঁকন

স্বাধীনতা তুমি ২০কোটি বাঙ্গালীর স্বপন।।

স্বাধীনতা তুমি সন্তান হারা মায়ের

চোখের জল,

স্বাধীনতা তুমি বোনের ডাগর চোখের কাজল।।

স্বাধীনতা তুমি শহীদ ভাইয়ের স্মৃতি

স্বাধীনতা তুমি বাংলার জাতীয় গীতি।।

স্বাধীনতা তুমি স্বাধীন বাংলার পতাকা

স্বাধীনতা তুমি গোধূলীর রং মাখানো

সাঁঝের মালবীকা।।

সন্ধা আকাশের শুকতাঁরা তুমি

চাঁদনি রাতের চাঁদ।

মায়ের রাঙ্গা ঠোঁটের হাসি, হাসনা-হেনা বাগ।।

তুমি কালো ঝিলের জলে শাপলা ফোটা হাসি,

স্বাধীনতা তুমি রাখাল ছেলের

কাঁচা বাঁশের বাঁশি।।

নূরে মিম

সাগর সমান রক্ত করিয়া ক্ষয়,

এই বাংলাকে করতে হয়েছে জয়।

স্বাধীন দেশে জন্ম আমার

স্বাধীন বেশে,

জন্ম আমার ধন্য মাগো

তোমায় ভালোবেসে।

বিজয়

ক্রিকেটার মহসিন

বিজয় সে তো রক্তে রাঙা

লাল সবুজের বুক

বিজয় সে-তো অর্জিত ধন

স্বাধীনতার সুখ।

বিজয় সে-তো ছিকল ভাঙা

মুক্ত পাখির গান

বিজয় সে-তো ভাইয়ের দেওয়া

মহত্ত্বের’ই দান।

বিজয় সে-তো ত্যাগের মর্ম

স্বজন হারা শোক

বিজয় সে-তো — বীরাঙ্গনার

অশ্রু ভেজা চোখ।

বিজয় সে-তো একাত্তরের

বর্বর ইতিহাস

বিজয় সে-তো মায়ের বুকে

আপন ছেলের লাশ।

বিজয় সে-তো একাত্তরের

আকুত সেই ভয়

বিজয় সে-তো অনেক ত্যাগে

বাংলাদেশের জয়।

#ফলের_ঝুড়ির_বিজয়_দিবসের_কবিতা_প্রতিযোগিতা

সানবিডি/ফাহমিদ জামান