গাড়ি চালকদের লাইসেন্স পেতে বাধ্যতামূলক হচ্ছে ডোপ টেস্ট
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০১-০৬ ২১:৫৭:৩৪
সব ধরণের গাড়ি চালকদের লাইসেন্স করতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে যাচ্ছে বিআরটিএ। এ মাসেই সারাদেশে চালু হচ্ছে এই নিয়ম। নতুন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চালকরাও।
যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে জানা যায়, বিদায়ী বছরে দেশে সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটেছে চার হাজার ৮৯১টি। এতে মারা গেছে ছয় হাজার ৬৮৬ জন। ওই প্রতিবেদনে আরও বলা হয়, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ছিলো বেপরোয়া গতি ও চালকদের মাদকাসক্তি।
যাত্রী কল্যাণ সমিতি জানায়, অনেকদিন ধরেই তারা চালকদের ডোপ টেস্টের দাবি করে আসছেন। একই দাবি ছিলো নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীদেরও।
বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানান, ড্রাইভিং লাইসেন্স পেতে চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। যা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বিআরটিএ আলোচনা করেছে।
ডোপ টেস্টে উত্তীর্ণ হওয়া ছাড়া কেউ লাইসেন্স পাবেন না। যারা এরমধ্যে লাইসেন্স পেয়েছেন তাদেরও একে একে ডোপ টেস্টের আওতায় আনা হবে। এ জন্য প্রতিটি বাসস্ট্যান্ডে মোবাইল টিম গঠন করে সব চালকদের পরীক্ষার আওতায় আনা হবে।
নুর মোহাম্মদ মজুমদার আরও জানান, ডোপ টেস্টের জন্য লাইসেন্স গ্রহীতাদের বাড়তি ব্যয় হবে নয়শ’ টাকা। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত কেন্দ্রে মিলবে ডোপ টেস্টের সনদ। যারা এরিমধ্যে লাইসেন্স পেয়েছেন তাদেরও একে একে ডোপ টেস্টের আওতায় আনা হবে।
কয়েকজন চালক এই উদ্যোগের সাধুবাদ জানিয়ে বলেন, এটি চালু হলে বেপরোয়া গাড়ি চালনা কমে আসবে। কমবে সড়ক দুর্ঘটনা।
এএ