সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৮ ১১:১২:০২


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪৫ দশমিক ৪৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৪২ কোটি ৮৭ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬৮ কোটি ৫৭ লাখ ৪৩ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইস্ক্রিমের দর বেড়েছে ২৯ দশমিক ৭৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০৬ কোটি ৫৯ লাখ ৯৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২১ কোটি ৩১ লাখ ৯৯ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দর বেড়েছে ২৭ দশমিক ১৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৫৫ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১ কোটি ১১ লাখ ৫৩ হাজার ২০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ২৩.৩৬ শতাংশ, এস আলমের ২০.৬৩ শতাংশ, ফরচুন সুজের ২০.০৯ শতাংশ, বসুন্ধরা পেপারের ১৮.৭৯ শতাংশ, ইজেনারেশনের ১৭.৬৮ শতাংশ, কপারটেকের ১৭.৫৬ শতাংশ এবং পাওয়ার গ্রীডের শেয়ার দর ১৬.৯৫ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস