সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৮ ১১:৪৩:৩৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৯০ লাখ ৮ হাজার ৬৫৯ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৫৯৯ কোটি ৯১ লাখ ১৬ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩ কোটি ৯১ লাখ ৮১ হাজার ৭৯৫ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪২ কোটি ৮৭ লাখ ১৮ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা ফরচুন সুজের ২ কোটি ৫৪ লাখ ৯১ হাজার ৪৬৬ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭৪ কোটি ৭৯ লাখ ৪৬ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-  পাওয়ার গ্রীডের ২০৭ কোটি ৮১ লাখ ৪৯ হাজার টাকার, ডেল্টা লাইফের ১৯৫ কোটি ৬৮ লাখ ৪১ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ১১৩ কোটি ৮৪ লাখ ২৫ হাজার টাকার, একটিভ ফাইনের ১১২ কোটি ৬১ লাখ ৪৩ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ১১২ কোটি ৪২ লাখ ১৭ হাজার টাকার, লাভোলো আইসক্রীমের ১০৬ কোটি ৫৯ লাখ ৯৫ হাজার টাকার ও  সাইফ পাওয়ারটেকের ১০৪ কোটি ৫ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস