পাম অয়েল মজুদ বেড়েছে মালয়েশিয়ার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৮ ১৪:৩৩:৪৩
২০২০ সালের তুলনায় সদ্যবিদায়ী বছরের শেষ নাগাদ মালয়েশিয়ার পাম অয়েল মজুদের পরিমাণ বেড়েছে। ২০২১ সালের ডিসেম্বরের শেষ সময়ে দেশটির পাম অয়েল মজুদ একই বছরের নভেম্বরের তুলনায় কমলেও তা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় বেশি। ডিসেম্বরে দেশটিতে অপরিশোধিত পাম অয়েল মজুদ দাঁড়ায় ১৭ লাখ ৩০ হাজার টন। ২০২০ সালের ডিসেম্বরে ভোজ্যপণ্যটির মজুদের পরিমাণ ছিল ১২ লাখ ৬০ হাজার টন। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।
ডিসেম্বরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম অয়েল রফতানিকারক দেশটির উৎপাদন পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এ সময়ে মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদন দাঁড়াবে ১৪ লাখ ৯০ হাজার টন। ১৩ জন বিশ্লেষক, ব্যবসায়ী ও উৎপাদকের মধ্যম পূর্বাভাস অনুযায়ী এমন চিত্র পাওয়া যায়।
২০২১ সালের ডিসেম্বরে দেশটির পাম অয়েল রফতানি চার মাসে সর্বনিম্ন পরিমাণে নেমে আসে। এ সময়ে দেশটির পাম অয়েল রফতানি দাঁড়ায় ১৩ লাখ ৯০ হাজার টন। চীন ও ভারতের মতো শীর্ষ আমদানিকারকরা তাত্ক্ষণিক স্থানীয় চাহিদা মেটানোর জন্য স্বল্প পরিমাণে আমদানির ফলে এমনটা হয়েছে বলে জানায় বাজার সূত্র।
এ বিষয়ে মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের তথ্যানুসারে, নভেম্বরে দেশটি ১৬ লাখ ৪০ হাজার টন পাম অয়েল উৎপাদন করে এবং একই সময়ে পাম অয়েল পণ্য রফতানি করে ১৪ লাখ ৭০ হাজার টন।
সানবিডি/এনজে