ভোমরায় ৬ মাসে ১৭২ কোটি টাকা রাজস্ব ঘাটতি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৮ ১৪:৪৬:৪৯


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের শুল্কস্টেশনে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথমার্ধে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১৭২ কোটি টাকার ওপরে, যা গত ছয় মাসের লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৩০ শতাংশ কম। বন্দরসংশ্লিষ্টরা বলছেন, ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি মন্দা হওয়ায় কাঙ্ক্ষিত রাজস্ব অর্জন সম্ভব হয়নি।

এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ভোমরা বন্দরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৫৪৯ কোটি ৩৮ লাখ টাকা। নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে উল্লিখিত সময়ে বন্দরটিতে রাজস্ব আদায় হয়েছে ৩৭৬ কোটি ৪৪ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে ৪৪ কোটি ৫২ লাখ, আগস্টে ৫৭ কোটি ৬৩ লাখ, সেপ্টেম্বরে ৭৩ কোটি ৩০ লাখ, অক্টোবরে ৭১ কোটি ২৮ লাখ, নভেম্বরে ৭৪ কোটি ২৮ লাখ এবং জানুয়ারিতে ৫৫ কোটি ২৭ লাখ টাকা। উল্লিখিত পরিমাণ রাজস্ব আদায়ে এনবিআরের নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ১৭২ কোটি ৯৪ লাখ টাকা। সূত্রটি জানায়, গত ২০২০-২১ অর্থবছরের প্রথমার্ধে রাজস্ব আয় হয়েছিল ৩৯৩ কোটি ৭৫ লাখ টাকা।

সানবিডি/এনজে