মানুষের জীবন বাঁচাল ড্রোন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৯ ১৬:৩৫:০২


ড্রোন নিয়ে নানারকম বিতর্ক যেমন আছে এর বহুবিদ ভালো দিকও দেখা যায়। যুদ্ধক্ষেত্রে ড্রোন যেমন অস্ত্র হিসাবে ব্যবহার হতে দেখা যায়, তেমনি এবার মানুষের জীবন রক্ষার খবর বেরিয়েছে। সুইডেনে হৃদরোগে আক্রান্ত এক বৃদ্ধের জীবন রক্ষায় ‘আংশিক’ ভূমিকা রেখে যেন নতুন পরিচয়ে আবির্ভূত হচ্ছে ড্রোন প্রযুক্তি।

ডিসেম্বরে বাড়ির সামনের তুষারস্তূপ পরিষ্কার করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৭১ বছর বয়সি এক বৃদ্ধ, তার জন্য ‘ডিফিব্রিলেটর’ উড়িয়ে এনেছিল একটি ড্রোন। বৃদ্ধের জীবন রক্ষায় ঘটনাস্থলে উপস্থিত চিকিৎসকের তাৎক্ষণিক প্রয়োজন ছিল ওই ‘ডিফিব্রিলেটর’।

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে ১০ মিনিটের মধ্যে চিকিৎসাসেবা প্রয়োজন হয় রোগীর, অন্যথায় মৃত্যুর ঝুঁকি বেশি। সুইডেনের ওই বৃদ্ধের বেলায় কয়েকটি বিষয় তার জীবনরক্ষায় বড় ভূমিকা রেখেছে। প্রথমত, ওই ব্যক্তি যখন হৃদরোগে আক্রান্ত হন, উপস্থিতদের মধ্যেই ছিলেন এক চিকিৎসক, নিজ কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। অন্যদিকে, তিন মিনিটের মধ্যেই ডিফ্রিবিলেটর পৌঁছে দিয়েছিল ড্রোনটি।

সানবিডি/ এন/আই