সিরিয়া সীমান্তে বোমা বিস্ফোরণে তিন তুর্কি সেনা নিহত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-০৯ ১৬:০৬:৪৮


তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সিরিয়া সীমান্তে বোমা বিস্ফোরণে তিন তুর্কি সেনার প্রাণহানী ঘটেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

এই খবরে বলা হয়েছে, তুরস্কের সীমান্তবর্তী সানলিউরফা প্রদেশের আক্কাকালে শহরে সন্ত্রাসীদের পাতা হাত বোমা বিস্ফোরণে ওই তিন সেনা নিহত হন।

তুর্কি সীমান্তে অবস্থিত সিরিয়ার শহর তাল আবিয়াদে ২০১৯ সালের অক্টোবরে আঙ্কারা একটি কুর্দি মিলিশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পরে তুর্কি বাহিনী এবং সিরিয়ার বাহিনী দ্বারা এই এলাকাটি দখল করে নিয়েছে।

যদিও কোনও গ্রুপ এই বিষয় দোষ স্বীকার করেনি। কুর্দি সন্ত্রাসীদের দ্বারা এই কাজ হতে পারে বলে তুর্কি মন্ত্রণালয় জানিয়েছে।

সানবিডি/এনজে