জাহাজ ভাড়া বাড়ায় পণ্যের দাম ১০ শতাংশ বৃদ্ধির শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০১-০৯ ১৯:৫৪:৫৪
মহামারি করোনার প্রকোপে বিশ্বের অর্থনীতিতে ভয়াবহ সংকট তৈরি হয়েছে।বিভিন্ন বিধিনিষেধের কারণে প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। এর মধ্যে নতুন সংকট হয়ে দেখা দিয়েছে পণ্য পরিবহনের ক্ষেত্রে জাহাজের ভাড়া। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, পণ্য পরিবহনে ক্রমবর্ধমান এই জাহাজভাড়ার কারণে কিছু ভোগ্যপণ্যের দাম ১০ শতাংশ বৃদ্ধি পেতে পারে।
এ বিষয়ে ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (ইউএনসিটিএডি) এক প্রতিবেদনে বলা হয়েছে, কনটেইনার শিপিংয়ের ক্রমবর্ধমান খরচের কারণে বিশ্বব্যাপী ভোগ্যপণ্যের দাম অনেক বেড়ে যাবে।
গত ১৮ মাসের বেশি সময় ধরে কন্টেইনার বহনকারী জাহাজের ভাড়া আকাশচুম্বী। করোনাভাইরাস মহামারির কারণে সাপ্লাই চেইন এবং বিভিন্ন বন্দরে পরিবহন সংকটের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এরই মধ্যে সাত বারের বেশি বিভিন্ন রুটে খরচ বেড়েছে।
এ বিষয়ে ইউএনসিটিএডির বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে, যেভাবে কন্টেইনারের খরচ বাড়ছে তা যদি স্থায়ী হয় তবে বিশ্বব্যাপী পণ্য আমদানি খরচ ১১ শতাংশ বাড়বে এবং ভোগ্যপণ্যের মূল্য ২০২৩ সালের মধ্যে দেড় শতাংশ বাড়বে।
এক্ষেত্রে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের মূল্য বাড়বে ১ দশমিক ২ শতাংশ, চীনে ১ দশমিক ৪ শতাংশ। ওই বিশ্লেষণে দেখা গেছে, আমদানির উপর বেশি নির্ভরশীল ছোট দেশগুলোর ভোগ্যপণ্যের দাম সবচেয়ে বাড়বে। এই হার সাড়ে ৭ শতাংশের মতো বাড়তে পারে।
ইলেক্ট্রনিক্স, আসবাবপত্র এবং পোশাকের দাম সবচেয়ে বাড়বে। সাপ্লাই চেইন ব্যাহত হওয়ায় বিশ্বব্যাপী এসব পণ্যের দাম কমপক্ষে ১০ শতাংশ বাড়তে পারে।
সূত্র: সিএনবিসি, রয়টার্স
সানবিডি/এনজে