মার্কিন পুঁজিবাজারে চীনের সেরা ৫ কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২২-০১-০৯ ২১:৪৪:০৮
পুঁজিবাজারে চাইনিজ কোম্পানিগুলো একের পর এক চমক দেখাচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মত আমেরিকার পুঁজিবাজারেও চীনা কোম্পানিগুলো বেশ ভাল অবদান রেখে চলছে। মার্কিন পুঁজিবাজারে চীনের কোম্পানির সাথে ভাল ভাবেই ব্যবসা করছে।
মার্কিন পুঁজি বাজারে তালিকাভুক্ত রয়েছে চীনের শত শত কোম্পানি। কিন্তু এই মুহূর্তে ক্রয় করার জন্য সেরা চীনা কোম্পানির মধ্যে রয়েছে জিডি, এনআইও, এলআই অটো, এক্সপিইভি এবং বিওয়াইডিডিএফ।
এসব কোম্পানির শেয়ার ক্রয়ের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। এই সেরা ৫টি কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় করে বিনিয়োগকারিরা বেশ লাভবান হচ্ছে বলে ইনভেস্টট’স বিজনেস ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয় বিশ্বে চীন হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ। বেশি জনসংখ্যার কারনে চীন ক্রমবর্ধমান উদ্যোক্তাদের দেশ। চীনের প্রতিটি বাড়িকে একটি শিল্প কারখানা বলা হয়। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিরও দেশ। অধিকাংশ সময় দেখা যায় চীনের কয়েক ডজন কোম্পানি বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে শীর্ষ অবস্থান ধরে রাখছে।
সাম্প্রতিক সময়ে লকডাউনের বেশ কিছু বিধি নিষেধের কারনে চীনের অধিকাংশ প্রতিষ্ঠান মার্কিন শেয়ার বাজারে ভাল অবস্থান তৈরি করতে পারছে না। করোনার প্রভাবে চীনের অনেক প্রতিষ্ঠানের উপর আঘাত এসেছে। করোনা ভাইরাসের কারনে বিধিনিষেধ, বিদ্যুতের ঘাটতি এবং বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় চীনা কোম্পানিগুলির উপর বেশ ভাল ভাবেই প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসএএন/এএ