জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আগৈলঝাড়ায় মিনা মেলা

প্রকাশ: ২০১৬-০২-১০ ১৯:০২:৪৩


Photo- Agailjhara  10-02-16বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও মিনা মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী শুরু হয়ে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়েছে।একইদিন ৯৬টি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে দিনব্যাপী মিনা মেলা অনুষ্ঠিত হয়েছে।

পরে সদর মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জসীম সরদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার, সদর মডেল প্রা: বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, ইউআরসি ইন্সট্রাক্টর মো.জাহাঙ্গীর হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো.জামাল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি এসএম ফয়েজ মিয়া, শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সানবিডি/ঢাকা/রাআ