৩৬তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ

আপডেট: ২০১৬-০২-১০ ১৯:২১:৩৬


bc_101722৩৬ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলাফলে ১৩ হাজার ৮৩০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছুক্ষণের মধ্যে ফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। টেলিটক মোবাইল থেকেও ফল জানা যাবে।

মোবাইলে ফল পেতে ম্যাসেজ অপশনে গিয়ে PSC লিখে স্পেস দিয়ে 36 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

গত ৮ জানুয়ারি ৩৬তম বিসিএসের প্রিলিমিনারির ২০০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগীয় শহরের ১৬২ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ লাখ ১১ হাজার ৩২৬ জন চাকরিপ্রার্থী অংশ নেয়।

প্রথম শ্রেণির ২,১৮০ গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে গত ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

সানবিডি/ঢাকা/রাআ