অভ্যুত্থানের উদ্দেশ্যে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছিল: কাজাক প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১০ ১৮:২৯:৩৪


কাজাখস্তানে অভ্যুত্থানের উদ্দেশ্যেই সরকারবিরোধী বিক্ষোভ হয়েছিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ। তিনি সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর সামরিক জোটের নেতাদের বলেন, ওই কর্মকাণ্ড ‘একটি জায়গা’ থেকেই সমন্বয় করা হয়েছে। তবে তার দৃষ্টিতে দায়ী ওই ব্যক্তিদের নাম বলেননি।

অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কাজাখস্তানকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের লক্ষ্যতে পরিণত করা হয়েছিল। রাশিয়া এই অঞ্চলে বিপ্লবকে কখনো অনুমোদন দেবে না। খবর বিবিসি অনলাইনের।

এর আগে গত সপ্তাহে দেশটির ‘শৃঙ্খলা’ ফিরিয়ে আনার কথা বলে রাশিয়ার নেতৃত্বাধীন কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের (সিএসটিও) সাহায্য চায় কাজাক প্রেসিডেন্ট। পরে সিএসটিওর অধীনে রাশিয়ান সেনা সদস্যরা কাজাখস্তানে পৌঁছে বিক্ষোভ দমন শুরু করে। বেলারুশ, তাজিকিস্তান, কিরগিজস্তান, আর্মেনিয়া, রাশিয়া ও কাজাখস্তান সিএসটিওর সদস্য দেশ।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমনে সিএসটিওর সেনারা কাজ শুরু করলে ব্যাপক সহিংসতার সৃষ্টি হয়। রোববার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সহিংসতায় অন্তত ১৬৪ জন নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। দেশটি স্বাধীন হওয়ার ৩০ বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।

২ জানুয়ারি দেশটির সরকার এবং সাবেক প্রেসিডেন্ট নুরুসুলতান নাজারবায়েভের প্রতি অসন্তোষ থেকে বিক্ষোভ শুরু হয়ে তা ছড়িয়ে পড়ে। নুরুসুলতান তিন দশক দেশটি শাসন করেন এবং এখনো তার গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বলে মনে করা হয়।

সানবিডি/এনজে