হাতিয়ায় ৭০০ কেজি জাটকা জব্দ

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১১ ১৫:১৮:৩৫


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৭০০ কেজি জাটকা জব্দ করে এতিমখানা ও গরিবদের মাঝে বিলিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার বিকেলে হাতিয়া উপজেলাধীন ওছখালী ব্রিকফিল্ড বাজার থেকে এ মাছ জব্দ করা হয়। হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে তিনি বলেন, পরিত্যক্ত অবস্থায় মাছগুলো জব্দ করে ১৭টি এতিমখানা-মাদরাসা ও স্থানীয় গরিব অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। জাটকা নিধন রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাসসহ কোস্টগার্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সানবিডি/এনজে