হিলিতে কমেছে দেশীয় টমেটোর দাম

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০১-১১ ১৬:০৫:৫২


দিনাজপুরের হিলিতে কমেছে দেশীয় টমেটোর দাম। কেজিপ্রতি বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকায়, যা গত তিন সপ্তাহ আগেও বিক্রি হয়েছে ৮০ টাকায়। তিনগুণ কমেছে সবজি বাজারে টমেটোর দাম।

মঙ্গলবার সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, এক মাস আগে যে টমেটোর কেজি ছিল ১০০ থেকে ১২০ টাকা। মঙ্গলবার সেই টমেটো খুচরা বাজারে বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকা কেজি দরে। পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১২ থেকে ১৩ টাকা কেজি দরে।

চলতি শীত মৌসুমে সব সবজির পাশাপাশি কমে গেছে টমেটোর দাম। অন্যান্য রবি শস্যের মধ্যে টমেটোরও ফলনও বাম্পার হয়েছে। ফলে দামও কমে যাচ্ছে। কম দামে কিনতে পেরে খুশিও ক্রেতারা।

হিলি বাজারে সবজি কিনতে আসা রফিকুল ইসলাম জানান, এক মাস আগে টমেটোর দাম ছিল অনেক বেশি। যার জন্য আমাদের মতো গরিব মধ্যবিত্ত মানুষের পক্ষে ক্রয় করা সম্ভব ছিল না। এখন দাম কমেছে। আমি আজ একটু বেশি করে কিনলাম।

হিলি বাজারে সবজি ব্যবসায়ী মাসুদ পারভেজ জানান, হিলির আশপাশের বাজারগুলোতে শীতকালীন সবজি উঠতে শুরু করাতেই কমেছে দেশীয় টমেটোর দাম। আমরা বিরামপুর থেকে টমেটো পাইকারি কিনে থাকি। আমরা ১২ থেকে ১৩ টাকা কেজি দরে পাইকারি কিনে আনলাম। খুচরা বিক্রি করছি ১৫ টাকা দরে।

সানবিডি/ এন/ আই