‘রাইস ট্রান্সপ্লান্টার’র মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচি উদ্বোধন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০১-১১ ১৮:৩৪:৪২


গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় হাইব্রিড সমলয় চাষাবাদের আওতায় ‘রাইস ট্রান্সপ্লান্টার’ মেশিনের মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার পাইকদিয়া মাঠে এ কার্যক্রম উদ্ধোধন করেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া। পরে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক রিনা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা ও তাপসী রানী বিশ্বাস, কৃষি প্রকৌশলি শফিকুল ইসলাম, মোচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ মোল্যা এবং কৃষক লিয়াকত আলী মজুমদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা চৈতন্য কুমার পাল।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ‘রাইস ট্রান্সপ্লান্টার’ মেশিন দিনে একঘন্টায় ৩০ জন কৃষকের সারাদিনের কাজ শেষ করা যাবে। এতে কৃষকের সময় ও শ্রম সাশ্রয় হবে, কৃষি উৎপাদনও বেশী হবে।

এএ