ইন্ডিয়ার পুঁজিবাজার

প্রকৌশল খাতের শেয়ারের দাম আকাশচুম্বী

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০১-১২ ১৬:৪৮:৪৯


পাশ্ববর্তি দেশ ভারতের শেয়ারবাজারে প্রকৌশল খাতের শেয়ারের জয় জয়কার। বাজারে সকল খাতের শেয়ারকে পিছনে ফেলে প্রকৌশলী খাতের শেয়ারগুলো দাম বাড়ার দিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। করোনার মহামারিতেও প্রকৌশলী খাতের শেয়ার বিনিয়োগকারিদের সুখবর দিয়ে যাচ্ছে অব্যাহত ভাবে।

লাইভমিন্ট’র এক প্রতিবেদনে বলা হয়েছে প্রকৌশলী খাতের প্রতিষ্ঠান গ্রীভস কটন শেয়ারের দাম গত এক বছর ধরে তার শেযারহোল্ডারদেও দূর্দান্তভাবে রিটার্ন দিচ্ছে। গত দুই দিনে বহুজাতিক এই প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ৩৭ শতাংশ। এভাবে শেয়ারের দাম বৃদ্ধি পাওয়াতে অনেকেই বলছেন দাম বাড়ার দিকে থেকে গ্রীভস কটন শেয়ার এখন আকাশচুম্বী।

গত দুই দিনে এই ইঞ্জিনিয়ারিং কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রায় ১৩৭ টাকা। যা গত ৫২ সপ্তাহর মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২০২০ সালের শেষের দিকে এই কোম্পানির মধ্যে শেয়ারের দাম বৃদ্ধি পেয়ে ২৩৮.৪০ স্তরে পোঁছেছে। মাল্টিন্যাশনাল কোম্পানি গ্রীভস কটন শেয়ারের দাম ২০২১ সালে শেয়ারের দাম ৯৪.৭০ থেকে ২৩৮.৪০ পর্যন্ত বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এসএএন/এএ