ভেদ করা যায়নি যে এক ডজন রহস্য

আপডেট: ২০১৬-০২-১০ ২৩:০২:৪৬


গোটা বিশ্বই যেন রহস্যে মোড়া। কোথায় কোথায় যে লুকিয়ে রয়েছে রসহ্য তা কেউ জানে না। কখনও উধাও হয়ে যায় আস্ত একটা বিমান, কখনও বা শোনা যায় এমন এক প্রাণীর কথা যার কোনও অস্তিত্বই নেই। কখনও আবার যুগ যুগ ধরে মাটির তলায় চাপা পড়ে থাকে রহস্য। এই গ্যালারিতে দেখে নিন বিশ্বের এমনই এক ডজন রহস্যের গল্প।