২৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে পেরুর রুপা উত্তোলন
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০১-১২ ১৪:৩৪:২৮
বর্তমানে বিশ্বে রুপা উত্তোলনে দ্বিতীয় শীর্ষ দেশ পেরু।মূল্যবান ধাতুটি উত্তোলনে ২০২১ সাল ছিল দেশটির জন্য প্রবৃদ্ধির বছর। ওই বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ১১ মাসে দেশটির রুপা উত্তোলন লক্ষণীয় মাত্রায় বেড়েছে।
এ ব্যাপারে বাজারসংশ্লিষ্টরা জানান, ২০২১ সালে করোনা মহামারীজনিত নানা প্রতিবন্ধকতা শিথিল হতে শুরু করলে খনিগুলোয় উত্তোলন কার্যক্রম ঘুরে দাঁড়ায়। রুপা উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৯ শতাংশ বাড়ে। পেরুর জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত বছরের ১১ মাসে পেরুতে ৩০ লাখ ১২ হাজার ৪০৬ কেজি রুপা উত্তোলন হয়। এর মধ্যে নভেম্বরেই উত্তোলন হয়েছে ২ লাখ ৭১ হাজার ৮২৮ কেজি, যা ২০২০ সালের একই সময়ের তুলনায় দশমিক ৮ শতাংশ বেশি।
মন্ত্রণালয় জানায়, মোট দেশীয় রুপা উত্তোলন বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করেছে দুটি কোম্পানি। এর মধ্যে আন্তামিনা কোম্পানির উত্তোলন ১০ দশমিক ৮ শতাংশ বেড়েছে। দেশীয় উত্তোলনের ১৫ দশমিক ৬ শতাংশই এসেছে কোম্পানিটি থেকে। অন্যদিকে অ্যারেস এসএসির উত্তোলন ৩১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। দেশীয় উত্তোলনের ৮ দশমিক ৬ শতাংশ এসেছে এ কোম্পানি থেকে।
সানবিডি/এনজে