ডিএমপির অভিযানে আইস-হেরোইনসহ ৭০ জন গ্রেফতার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১২ ১৫:৪৬:৫৩


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইস-হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৭০ জনকে আটক করেছে।মাদক বেচাকেনা ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের  বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, তার মধ্যে রয়েছে— ২০৪ গ্রাম ৯৬৬ পুরিয়া হেরোইন, ৭৫৮০ পিস ইয়াবা বড়ি, ৩৩ কেজি ৩৯৮ গ্রাম গাঁজা, ২০ নেশাজাতীয় ইনজেকশন ও ৬ গ্রাম আইস।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন থানায় ৪৯ মামলা করা হয়েছে।

সানবিডি/এনজে