মাস্ক না পরলে জেল-জরিমানা হতে পারে

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১২ ১৭:১৬:৫২


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন বৃহস্পতিবার থেকে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ১১  নির্দেশনা বাস্তবায়নের কাজ শুরু হবে।

আজ বুধবার মহাখালির বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন (বিসিপিএস) ভবনে অ্যাম্বুলেন্স ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, সারা বিশ্বজুড়েই করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন উদ্বেগ ছড়িয়েছে। আমাদের দেশেও এটা পাওয়া গেছে। সংক্রমণ বাড়লেও টিকা গ্রহণের কারণে মৃত্যুর হার কম। তবু আরও ২০ হাজার শয্যা প্রস্তুতের নির্দেশনা দেয়া হয়েছে। তবে সংক্রমণের হার বাড়লে মৃত্যু হারও বাড়বে। আর  সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে ইতিমধ্যেই ১১ দফা নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেয়া হয়েছে। আগামীকাল থেকে এই নির্দেশনা বাস্তবায়নের কাজ শুরু হয়ে যাবে। এর মধ্যে রয়েছে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সভা সমাবেশ বন্ধ থাকবে।

সেইসঙ্গে সবাইকে সব জায়গায় মাস্ক পরতে হবে। যদি কেউ না পরেন, তাহলে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে এবং জেল পর্যন্ত হতে পারে।

তিনি বলেন, মাস্ক পরা জরুরি এবং সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি।  মাস্ক না পরে যেন কেউ যানবাহনে না ওঠেন, সেদিকেও নজর রাখা হবে।

সানবিডি/এনজে