‘সরকারের দমননীতি জঙ্গিবাদের বিস্তার ঘটাতে পারে’
আপডেট: ২০১৬-০২-১১ ১২:১৬:৫৫
রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে তার পদক্ষেপ গ্রহণ করেছেন, তাতে বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বিস্তৃত হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান। খবর বিবিসির।
বিশ্বজুড়ে নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে যুক্তরাষ্ট্রের সিনেটে ন্যাশনাল ইনটেলিজেন্সের পরিচালক জেমস ক্ল্যাপার যে লিখিত বিবৃতি দিয়েছেন, তাতে তিনি তার এই আশঙ্কার কথা উল্লেখ করেছেন বলে জানায় বিবিসি।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বিদেশি নাগরিকদের হত্যা এবং তাদের ওপর আরও যেসব হামলা হয়েছে, সরকার সেগুলোকে বিএনপি এবং জামায়াতে ইসলামীর কাজ বলে দাবি করছিল। কিন্তু জেমস ক্ল্যাপার তার বিবৃতিতে এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন।
জেমস ক্ল্যাপার বিবিসিকে বলেছেন, বাংলাদেশে অন্তত ১১টি বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। বিদেশি নাগরিক এবং সংখ্যালঘুদের টার্গেট করে এসব হামলা চালানো হয়।
এ ছাড়া ‘আনসারউল্লাহ বাংলা টিম’ এবং ‘আল কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট’ নামের দুটি সংগঠন আরও এগারো জন লেখক ও ব্লগারকে হত্যা করেছে বলে দাবি করে।