নিকেলের দাম বেড়ে সাত বছরের সর্বোচ্চে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৩ ১৪:০৯:০১
বৈশ্বিক বাজারে বেড়েছে নিকেলের দাম।সর্বশেষ কার্যদিবসে ধাতুটির বাজারদর সাত বছরের সর্বোচ্চে পৌঁছেছে। খবর বিজনেস রেকর্ডার।
এ বিষয়ে খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরির অপরিহার্য উপকরণ নিকেল। জলবায়ু পরিবর্তন মোকাবেলার অংশ হিসেবে বর্তমানে জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ির বাজার দখল করে নিচ্ছে বৈদ্যুতিক গাড়ি। এ কারণে বাড়ছে নিকেলের চাহিদা। ঊর্ধ্বমুখী চাহিদার কারণে লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) পণ্যটির বাণিজ্য বেড়েছে। ফলে কমছে বৈশ্বিক মজুদ। এ কারণেই নিকেলের দাম পাল্লা দিয়ে বাড়ছে। ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার এলএমইর গুদামগুলোয় টানা ৫ ঘণ্টার মতো শিল্প ধাতুটির মজুদ ছিল তলানিতে।
তথ্য বলছে, এলএমইতে আন্তর্জাতিক বাজার আদর্শ নিকেলের তিন মাসের সরবরাহ চুক্তির দাম সর্বশেষ কার্যদিবসে ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে যায়। প্রতি টনের মূল্য দাঁড়ায় ২১ হাজার ৪৭৫ ডলারে, যা ২০১৪ সালের পর সর্বোচ্চ। বর্তমানে এলএমইতে নিকেলের মজুদ দাঁড়িয়েছে ৪৮ হাজার ৮৪৬ টনে। ২০১৯ সালের ডিসেম্বরের পর সর্বনিম্ন মজুদ এটি।
সানবিডি/এনজে