দর পতনের শীর্ষে স্যোসাল ইসলামী ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৩ ১৬:১২:১৯


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫১৫ বারে ৫৭ লাখ ৬৪ হাজার ৯৮১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৭ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিআইএফসির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৩ বারে ২০ হাজার ৭০৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০৬ বারে ২৫ হাজার ৫৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৩.৬৫ শতাংশ, শ্যামপুর সুগারের ৩.৬৩ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৩.৪০ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ৩.১৫ শতাংশ, মুন্নু এগ্রোর ৩.১২ শতাংশ, এটিসিএলএলজিএফের ২.৯৭ শতাংশ এবং পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৯৫ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস