সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০১-১৫ ১১:৪৮:৩২


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ১৫ লাখ ৭৯ হাজার ২৫৫ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ৪৭৩ কোটি ৮৮ লাখ ২ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা পাওয়ার গ্রিডের ৫ কোটি ৭৩ লাখ ৪৯ হাজার ৮৯৮ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪২২ কোটি ৭৬ লাখ ৯৪ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩ কোটি ১১ লাখ ২২ হাজার ৭৮০ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৪ কোটি ২২ লাখ ৮ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফরচুন সুজের ২৬৭ কোটি ৭৪ লাখ ৭ হাজার টাকার, তিতাস গ্যাসের ২১৫ কোটি ১৮ লাখ ১৭ হাজার টাকার,বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ২১২ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ১৯৯ কোটি ৩ লাখ ১৪ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১৯২ কোটি ৭ লাখ ৪৭ হাজার টাকার, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ১৮০ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ১৩৯ কোটি ২৩ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস