জমে উঠছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বাড়ছে কেনা-বেচাও
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০১-১৬ ১১:০০:৩৮
ধীরে ধীরে জমে উঠছে পূর্বাচলে প্রথমবারের মত অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার অর্ধেক সময় অতিবাহিত হওয়ার পর এখন কেনাকাটাতেও গতি এসেছে। আর ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে বিক্রেতারাও খুশি। সন্ধ্যায় নামে মানুষের ঢল।
সরেজমিনে শনিবার (১৫ জানুয়ারি) দেখা যায়, রাজধানীর কুড়িল বাস স্টপেজে মেলামুখী যাত্রীদের দীর্ঘ লাইন। এই দীর্ঘ লাইন থাকায় অন্যান্য দিনের চেয়ে এক থেকে দেড় ঘণ্টায় বিলম্বে যানজট পেরিয়ে বাণিজ্য মেলায় যাচ্ছেন দর্শনার্থীরা।
মেলা ঘুরে দেখা গেছে, আচার, গৃহস্থলীয় পণ্য, মেয়েদের পোশাক, জুয়েলারি এবং খাবার দোকানে ক্রেতাদের ভিড় বেশি। এগুলোর তুলনায় একটু কম দর্শনার্থী দেখা গেছে ছেলেদের ব্লেজার,পাঞ্জাবী এবং লুঙ্গীর দোকানগুলোতে।
মেলার পরিচালক ও ইপিবি সচিব মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, এখন প্রতিদিনই মেলায় দর্শনার্থী ও কেনা-বেচা দুটোই বাড়ছে। এবারের মেলায় রাজধানীর চেয়ে আশপাশের এলাকা যেমন-গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নরসিংদীর মানুষ বেশি আসছে।
মোতালেব আচার ঘরের কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, গত ১৪ দিনে সাত লাখ টাকার আচার বিক্রি করেছি। এর মধ্যে গতকাল বিক্রি হয়েছে এক লাখ টাকার আচার। আজকে আশা করছি, দেড় লাখ টাকার আচার বিক্রি করতে পারব।
কাশ্মীরি আচারের দোকানে কর্মরত ইমতেহাদুল ইসলাম বলেন, শুরু থেকেই আমাদের স্টল চালু রয়েছে। প্রথম দিকে কেনা-বেচা ছিল না বললেই চলে। তবে আজ-কাল(গতকাল) দুদিন বিক্রি বেড়েছে। আশা করি, বাকি দিনগুলোতে বিক্রি আরও বাড়বে।
নাম না প্রকাশের শর্তে কে. কে জুয়েলার্সের কর্মকর্তা বলেন, প্রথম দশদিন বিক্রি হয়নি বললেই চলে। সপ্তাহ ধরে টুকটাক বিক্রি হয়েছে। আজকে ক্রেতাদের সমাগম বেশি বিক্রিও হচ্ছে বেশি।
উল্লেখ্য, মাসব্যাপী পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় দেশি-বিদেশি মোট ২২৫টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। এর মধ্যে বিদেশি ৬টি স্টল ও ৪টি মিনি প্যাভিলিয়ন রয়েছে। বাকিগুলো দেশি স্টল।
এবারও প্রিমিয়ার প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, জেনারেল স্টল, ফুডকোড, মিনি স্টল, প্রিমিয়ার স্টল ক্যাটাগরি রয়েছে। মিলনায়তনের ভেতরে নিজস্ব একটা ক্যাফেটরিয়া রাখা হয়েছে। সেখানে একসঙ্গে ৫০০ লোক বসে খাবার খেতে পারেন।
প্রবেশমূল্য ও সময় : মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। তবে ছুটির দিনে মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। এবার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা। তবে কেউ যদি বিকাশে টিকিট নেন। তাদের জন্য ৫০ শতাংশ ছাড় রয়েছে।
সানবিডি/ এন/আই